Ridge Bangla

যৌক্তিক সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দিন: মজিবর রহমান সরোয়ার

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে যৌক্তিক সংস্কার সম্পন্ন করে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে।

তিনি বলেন, “ভোটাধিকার বঞ্চিত জনগণ অধীর আগ্রহে ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচনের অপেক্ষায় রয়েছে। দেশের মানুষ যাদের ভোট দিয়ে নির্বাচিত করবে, তারাই দেশ চালাবে এবং প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করবে।”

বুধবার (১৪ মে) বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সরোয়ার বলেন, “বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আশঙ্কাজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাম্য হত্যাকাণ্ড তার জ্বলন্ত প্রমাণ। এমন পরিস্থিতিতে একটি নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অপরিহার্য।”

তিনি আরও অভিযোগ করেন, “আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। তাকে বিদেশে চিকিৎসা নিতে বাধা দেওয়া হয়েছে। অথচ এখন শেখ হাসিনা নিজেই বিদেশে অবস্থান করছেন, আর খালেদা জিয়া দেশেই আছেন।”

দলের নেতাকর্মীদের সতর্ক করে মজিবর রহমান বলেন, “যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অরাজকতা করছেন, তাদের সাবধান হতে হবে। ব্যক্তিগত অপরাধের দায় দল নেবে না। বরিশালে যারা দলকে ক্ষতিগ্রস্ত করছে, তাদের বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

আরো পড়ুন