Ridge Bangla

যুক্তরাজ্যের উদ্দেশ্যে আবার উড়াল দিলেন হামজা চেীধুরী

বাংলাদেশ ফুটবলে গত দশ দিন যে উন্মাদনার জোয়ার দেখা গিয়েছিল, সেটি মূলত ইংলিশ প্রিমিয়ার লীগে খেলা বাংলাদেশী বংশোদ্ভূত হামজা চৌধুরীকে ঘিরেই। গতকাল যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ইংলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ লিগে শেফিল্ড ইউনাইটেড হয়ে খেলা এই মিডফিল্ডার।

গত ১৭ মার্চ বাংলাদেশ ফুটবলে এবং বাংলাদেশী ফুটবলপ্রেমীদের মন জয় করতে নিজ জেলা হবিগঞ্জে আসেন হামজা। ১৮ মার্চ বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ক্যাম্পে যোগ দেন। ২৫ মার্চ এশিয়ান কাপের বাছাইয়ে শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। এই ম্যাচ দিয়েই জাতীয় দলে অভিষেক হয় হামজা চৌধুরীর। ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হামজার পারফরম্যান্স ছিল অসাধারণ।

শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে ৯০ মিনিট জুড়ে পুরো মাঠে বিচরণ ছিল হামজার। কখনো আক্রমণের সুর বেধে দেওয়া, আবার কখনো রক্ষণে এসে বিপদ সামলানো; কোথায় ছিলেন না তিনি! কিন্তু বাংলাদেশ দলের অন্য ফুটবলাররা তাকে সেভাবে সাপোর্ট দিতে পারেননি।

গতকাল যুক্তরাজ্যে উড়াল দেয়ার আগে বাফুফে এবং ভক্তদের ধন্যবাদ জানিয়ে আগামী জুনে আবার দেশে ফেরার কথা জানান তিনি। এশিয়ান কাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচ আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে হবে বাংলাদেশের মাঠে। সেখানে হয়তো আবার তাকে খেলতে দেখা যাবে। তারপরও বাংলাদেশ ফুটবল এবং ফুটবলপ্রেমীদের মনে নানা প্রশ্ন রেখেই তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওয়ানা দিলেন।

আরো পড়ুন