Ridge Bangla

র‍্যাব পুনর্গঠন: উপদেষ্টার নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন

এলিট আইনশৃঙ্খলা বাহিনী র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এই উদ্দেশ্যে সাবেক সেনা কর্মকর্তা ও উপদেষ্টা জেনারেল হাফিজের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১২ মে) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “আজকের সভায় র‍্যাব পুনর্গঠন নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। এই বাহিনী বর্তমান নামেই থাকবে কিনা, আদৌ থাকবে কিনা, কিংবা কীভাবে সংগঠিত করা হবে—সব দিক বিবেচনায় নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে।”

উপদেষ্টা আরও জানান, “জেনারেল হাফিজের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠিত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীগুলোর প্রধানদের এই কমিটিতে সদস্য করা হয়েছে এবং প্রয়োজনে তারা অন্যদেরও কো-অপ্ট করতে পারবেন।”

এই কমিটি র‍্যাবের কাঠামো, কার্যক্রম ও ভবিষ্যৎ রূপ নিয়ে সুপারিশ পেশ করবে। দেশি-বিদেশি মহলে র‍্যাবের কার্যক্রম নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষাপটে এই সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরো পড়ুন