আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে দূরপাল্লার বাসযাত্রীদের জন্য সুখবর দিয়েছে বাস মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। আগামী ১৬ মে (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে অগ্রিম বাস টিকিট বিক্রি। ওইদিন থেকে ২৯ মে’র যাত্রার জন্য টিকিট সংগ্রহ করা যাবে।
সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ এ তথ্য নিশ্চিত করে জানান, “কাউন্টার ছাড়াও কিছু পরিবহন সংস্থা শুধুমাত্র অনলাইনে টিকিট বিক্রি করবে। যাত্রীরা সরাসরি দুই মাধ্যমেই টিকিট সংগ্রহ করতে পারবেন।”
তিনি আরও বলেন, “বিআরটিএ নির্ধারিত ভাড়াই কার্যকর থাকবে। অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
গত ঈদে এসি বাসে অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দেয়। তাই এবারের ঈদে এসি বাসের ভাড়াও যাতে যুক্তিসংগত ও গ্রহণযোগ্য থাকে, সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে।
প্রসঙ্গত, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন ঈদুল আজহা উদযাপিত হতে পারে। তাই যাত্রীরা ২৯ মে থেকেই ধীরে ধীরে বাড়ির পথে রওনা হবেন বলে আশা করা হচ্ছে।