ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১০ জন নিহত হয়েছেন। বুধবার (১৪ মে) চান্ডেল জেলার নিউ সামতাল গ্রামের কাছে এই অভিযান চালায় আসাম রাইফেলস, যা ভারতীয় সেনাবাহিনীর স্পিয়ার কর্পসের অধীনে কাজ করে।
ভারতীয় সেনাবাহিনী এক টুইটে জানায়, গোয়েন্দা তথ্যে ভিত্তি করে অভিযানে গেলে সন্ত্রাসীরা প্রথমে গুলি চালায়। এরপর নিরাপত্তা বাহিনী কৌশলগত পাল্টা হামলায় ১০ জন সন্ত্রাসীকে হত্যা করে। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
ভারত-মিয়ানমার সীমান্তবর্তী ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সেনাবাহিনী জানিয়েছে, অভিযান এখনো চলমান এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। পূর্ণ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।