হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা গ্রামে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) সকালে এই সংঘর্ষের সূচনা হয়। গুরুতর আহতদের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষে অংশ নেয় ডা. রেজাউল করিম ও ইউপি চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলুর সমর্থকরা। তারা দেশীয় অস্ত্র ব্যবহার করেন। সংঘর্ষের আগের দিন সোমবার থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল, যা মঙ্গলবার রক্তক্ষয়ী রূপ নেয়।
ডা. রেজাউল করিম অভিযোগ করেন, পুরনো বিরোধের জেরে প্রতিপক্ষ তার সমর্থকদের মারধর করে। অন্যদিকে ফয়েজ আহমেদের পক্ষের লিবাছ মিয়া জানান, রেজাউলের লোকজন এক নারীকে মারধর করে, যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
সংঘর্ষে বেশ কিছু বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।