Ridge Bangla

বাংলাদেশে বছরে ৬০ লাখ টন গম আমদানির প্রয়োজন

বাংলাদেশে বছরে প্রায় ৭০ লাখ মেট্রিক টন গমের চাহিদা থাকলেও দেশে উৎপাদিত হয় মাত্র ১০ লাখ টন। ফলে প্রতিবছর গড়ে ৬০ লাখ টনের বেশি গম আমদানি করতে হয় বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বুধবার (১৪ মে) সচিবালয়ে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে এক বৈঠকে এ কথা জানান তিনি। বৈঠকে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা, রাশিয়া থেকে গম আমদানি এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।

খাদ্য উপদেষ্টা বলেন, “বাংলাদেশে খাদ্যশস্য, বিশেষ করে গম ও সার আমদানির বড় অংশই আসে রাশিয়া থেকে। বর্তমানে দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে, তবে ভবিষ্যতের জন্য টেকসই ও দীর্ঘমেয়াদি সরবরাহ নিশ্চিতে আন্তর্জাতিক অংশীদারদের সহায়তা অপরিহার্য।”

তিনি আরও বলেন, “রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। আমাদের সম্পর্ক শুধু বাণিজ্যেই নয়, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি খাতেও বিস্তৃত হওয়া প্রয়োজন।”

বৈঠকে আরও উপস্থিত ছিলেন খাদ্য সচিব মো. মাসুদুল হাসান এবং রাশিয়ার দূতাবাসের কাউন্সেলর ভ্লাদিমির মোচালভ। উভয় দেশ ভবিষ্যতে খাদ্য সরবরাহ ও বাণিজ্যিক অংশীদারিত্ব আরও জোরদার করার বিষয়ে একমত পোষণ করেছে।

আরো পড়ুন