জম্মু-কাশ্মিরের শোপিয়ান জেলায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন তিনজন কথিত সন্ত্রাসী। সোমবার (১২ মে) শুরু হওয়া ‘অপারেশন কিলার’-এর অংশ হিসেবে মঙ্গলবার (১৩ মে) এই গোলাগুলির ঘটনা ঘটে। যুদ্ধবিরতি কার্যকর হলেও অঞ্চলটি এখনো রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রথমে কুলগাম জেলায় শুরু হয় সংঘর্ষ, যা পরে ছড়িয়ে পড়ে শোপিয়ানের শোকাল কেলার এলাকার একটি বনে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাষ্ট্রীয় রাইফেলস ইউনিট ও আধাসামরিক বাহিনী অভিযান চালায়। দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে গুলিবিনিময়।
ভারতীয় সেনাবাহিনী এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে জানায়, “১৩ মে ২০২৫ তারিখে শোপিয়ানে অভিযান চলাকালে তিনজন সন্ত্রাসী গুলিবিনিময়ে নিহত হয়। অভিযান এখনো চলছে।”
এদিকে সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘অপারেশন সিঁদুর’ এখনও শেষ হয়নি, কেবল স্থগিত রাখা হয়েছে। তিনি বলেন, “সন্ত্রাসবাদী স্থাপনার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পাকিস্তানের প্রতিশ্রুতি পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের মৃত্যু হয়। ভারতের দাবি, এ হামলার পেছনে রয়েছে পাকিস্তান। ওই হামলার প্রতিশোধ হিসেবে ভারত চালায় সীমান্তপারের ‘অপারেশন সিঁদুর’। এর কিছুদিনের মধ্যেই কাশ্মীরে নতুন করে সংঘর্ষ শুরু হলো।