Ridge Bangla

শাহবাগ ছেড়েছেন আন্দোলনকারীরা, স্বাভাবিক হয়েছে যান চলাচল

রাজধানীর শাহবাগ মোড়ে টানা ছয় ঘণ্টারও বেশি সময় ধরে চলা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন নার্সিং শিক্ষার্থীরা। বুধবার (১৪ মে) রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাদের সড়ক থেকে সরে যেতে অনুরোধ করলে আন্দোলনকারীরা তা মেনে নেন। এর ফলে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল আবারও স্বাভাবিক হয়ে আসে।

দুপুর ২টা ১০ মিনিট থেকে নার্সিংয়ের ডিপ্লোমা কোর্সগুলোকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) হিসেবে স্বীকৃতির দাবিতে সড়কে বসেন শিক্ষার্থীরা। ফলে পুরো শাহবাগ মোড় অবরুদ্ধ হয়ে পড়ে, যার প্রভাব পড়ে ঢাকা মেডিকেল, বাংলামোটর, নীলক্ষেতসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও। সৃষ্ট হয় তীব্র যানজট।

আন্দোলনকারীদের দাবি, উচ্চমাধ্যমিকের পর চার বছর মেয়াদি নার্সিং ডিপ্লোমা কোর্স সম্পন্ন করেও তারা চাকরির ক্ষেত্রে স্নাতক ডিগ্রিধারীদের সমান মূল্যায়ন পাচ্ছেন না। এই বৈষম্যের অবসান এবং কোর্সের মানোন্নয়নের দাবিতে তারা সড়কে নামেন।

সন্ধ্যার পর থেকে পুলিশের সঙ্গে আলোচনা শেষে শিক্ষার্থীরা শাহবাগ মোড় ছেড়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল স্বাভাবিকভাবে শুরু হয়।

আরো পড়ুন