Ridge Bangla

বাংলাদেশে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধে ভারতের উদ্বেগ প্রকাশ

বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। মঙ্গলবার (১৩ মে) নয়াদিল্লিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “কোনও উপযুক্ত প্রক্রিয়া অনুসরণ না করেই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা দেওয়া একটি উদ্বেগজনক বিষয়।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা হ্রাস এবং রাজনৈতিক পরিসর সংকুচিত হওয়ার প্রবণতা নিয়ে ভারত স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন। একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এসব ঘটনা আমাদের ভাবিয়ে তোলে।”

ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের জন্য একটি অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনের আহ্বান আবারও পুনর্ব্যক্ত করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। এরপর থেকেই আওয়ামী লীগ এবং এর অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সকল ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। সর্বশেষ ১২ মে এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত জানায়। এর আগেই বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করা হয়েছিল।

এই সিদ্ধান্ত নিয়ে দেশের অভ্যন্তরে যেমন মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও এর প্রভাব পরিলক্ষিত হচ্ছে।

আরো পড়ুন