Ridge Bangla

ব্রাজিল ফুটবল দলের নতুন কোচ কার্লো আনচেলত্তি

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে নিয়োগ পেলেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। সোমবার বিকেলে এই ঘোষণা দেয় ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। বর্তমানে তিনি স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্বে রয়েছেন, তবে চলতি মৌসুম শেষেই রিয়ালের সঙ্গে দ্বিতীয় মেয়াদের সম্পর্ক শেষ করবেন।

আনচেলত্তি নিজেই সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন, ২৫ মে পর্যন্ত তিনি রিয়াল মাদ্রিদের সঙ্গে থাকবেন এবং পরদিন, ২৬ মে আনুষ্ঠানিকভাবে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করবেন।

ব্রাজিলের শীর্ষস্থানীয় দৈনিক গ্লোবা জানিয়েছে, মাদ্রিদে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, “ব্রাজিল ফুটবল কনফেডারেশন বিবৃতি প্রকাশ করার পর আমার কথা বলাই উচিত ছিল। এখন এটা অফিসিয়াল—২৬ মে থেকে আমি ব্রাজিলের কোচ।”

তিনি আরও বলেন, “আমি রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ হিসেবে আমার যাত্রা সম্মানের সঙ্গে শেষ করতে চাই। আমার ক্লাব, খেলোয়াড় ও সমর্থকদের প্রতি গভীর শ্রদ্ধা রয়েছে।”

এই সংবাদ সম্মেলন হয় রিয়াল মাদ্রিদের অনুশীলনের ঠিক আগে এবং তা স্থায়ী হয় মাত্র ১৮ মিনিট, যার পুরোটাই ঘিরে ছিল ব্রাজিল দলের দায়িত্ব নিয়ে আনচেলত্তির পরিকল্পনা।

রিয়াল মাদ্রিদ তার বিদায়ী তিনটি ম্যাচ খেলবে মায়োরকা, সেভিয়া ও রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে, যথাক্রমে ১৫, ১৮ এবং ২৫ মে।

আনচেলত্তির সঙ্গে সিবিএফ-এর চুক্তির মেয়াদ ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত। আগামী মাসেই বিশ্বকাপ বাছাইপর্বে পেরু ও ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে কোচ হিসেবে মাঠে দেখা যাবে তাঁকে। তার বেতন প্যাকেজে রয়েছে নির্ধারিত বেতনের পাশাপাশি আরও নানা সুবিধা।

আরো পড়ুন