অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার (১৪ মে) চট্টগ্রাম সফরে যাচ্ছেন। দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম চট্টগ্রাম সফর এবং জন্মভূমিতে প্রথম সরকারি সফর। তাকে বরণ করতে প্রস্তুত বন্দরনগরী।
সকালে তিনি চট্টগ্রাম বন্দরের এসিটি টার্মিনাল পরিদর্শন করবেন এবং বন্দরের কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।
এরপর সার্কিট হাউসে কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন ড. ইউনূস। এই সেতু দক্ষিণ চট্টগ্রামের মানুষের বহুদিনের দাবি এবং দীর্ঘ প্রতীক্ষার বাস্তব রূপ।
দুপুরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পঞ্চম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিতব্য এই আয়োজনে ২০১১ থেকে ২০২৩ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রায় ২২ হাজার ৬০০ শিক্ষার্থীকে সনদ প্রদান করা হবে। একই অনুষ্ঠানে ড. ইউনূসকে ডক্টর অব লিটারেচার (D.Litt.) ডিগ্রি প্রদান করা হবে দারিদ্র্য বিমোচন ও বিশ্বশান্তিতে অবদানের স্বীকৃতিস্বরূপ।
সমাবর্তন শেষে তিনি হাটহাজারীর বাথুয়া গ্রামে তার পৈতৃক বাড়িতে যাবেন এবং পারিবারিক কবরস্থানে দাদা-দাদির কবর জিয়ারত করবেন। এরপর তিনি আত্মীয়স্বজন ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করবেন।