দেশজুড়ে জনপ্রিয় ‘পিএইচপি কুরআনের আলো ২০২৫’ অনুষ্ঠানে সেরাদের সেরা হয়েছেন হাফেজ মুহাম্মদ মুহিবুল্লাহ মাসুম (মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা, ঢাকা), দ্বিতীয় হয়েছেন হাফেজ মুহাম্মদ হুসাইন আহমদ (জামালুল কুরআন মাদ্রাসা, ঝিনাইদহ), তৃতীয় স্থান অধিকার করেছেন হাফেজ মুহাম্মদ শোয়াইবুর রহমান (নেত্রকোনা জামালুল কোরান মাদ্রাসা), এবং চতুর্থ স্থানে রয়েছেন হাফেজ মুহাম্মদ আব্দুল্লাহ আল সানিম (আর রায়হান ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা)।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই জনপ্রিয় আয়োজনের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। পিএইচপি কুরআনের আলো ২০২৫ অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিল এনটিভি। তারা সরাসরি অনুষ্ঠানটি সম্প্রচার করেছে।
বিজয়ী প্রথম প্রতিযোগীকে দেওয়া হয় চার লাখ টাকা, দ্বিতীয় প্রতিযোগী পান তিন লাখ টাকা, তৃতীয় প্রতিযোগী দুই লাখ টাকা ও চতুর্থ প্রতিযোগীকে দেওয়া হয় এক লাখ টাকা। এছাড়া প্রত্যেক প্রতিযোগীকে ওস্তাদসহ ওমরাহ পালনের সুযোগ প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।