যুদ্ধবিরতির ঘোষণার পরদিন, রোববার (১১ মে) ভারত চেনাব নদীর বাগলিহার ও সালাল বাঁধের একাধিক গেট খুলে দিয়েছে। দীর্ঘদিন পর এই সিদ্ধান্তের ফলে পাকিস্তানে চেনাব নদীর দিকে পানি প্রবাহিত হওয়া শুরু হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ তথ্য নিশ্চিত করেছে।
সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি কঠোর পদক্ষেপ নেয়। এর মধ্যে অন্যতম ছিল চেনাব নদীর পানিপ্রবাহ বন্ধ করা এবং পাকিস্তানি নাগরিকদের ভারত ছাড়ার নির্দেশনা। এমনকি সাময়িকভাবে স্থগিত করা হয় সিন্ধু পানিচুক্তি, যার ফলে পাকিস্তানে নদীর পানির স্তর বিপজ্জনকভাবে নিচে নেমে যায়।
ভারতীয় প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, টানা বর্ষণের কারণে জম্মু-কাশ্মীরের বাগলিহার ও সালাল বাঁধে অতিরিক্ত পানি জমে গেছে, যা ছাড়ার জন্য বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। যদিও সরকারিভাবে গেট খোলার নির্দিষ্ট কারণ জানানো হয়নি।
এই পদক্ষেপের ফলে পাকিস্তানের চেনাব নদীর শুকিয়ে যাওয়া অনেক অঞ্চলেই আবারও পানির প্রবাহ ফিরেছে, যা কৃষিকাজ ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞরা বলছেন, ভারতের এ সিদ্ধান্ত সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন কিছুটা প্রশমিত করতে পারে, যদিও পানিচুক্তি ও নদীর ওপর আধিপত্য নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনা দীর্ঘদিনের।