রাজধানীর কল্যাণপুরে ডাকাতির প্রস্তুতিকালে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। বুধবার (৭ মে) বিকেলে পুলিশের টহল দলের অভিযানে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. মাসুদ রানা (৩৫) ও মো. শাহাবুদ্দিন (২৮)। পুলিশ জানিয়েছে, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কল্যাণপুর রেডিও কলোনির একটি পরিত্যক্ত দোকানে কয়েকজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছেন। এরপর পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও মাসুদ ও শাহাবুদ্দিনকে আটক করা হয়।
আটকের সময় তাদের কাছ থেকে সাতটি ধারালো ছুরি, একটি লোহার চাপাতি, তিনটি তাজা গুলি, একটি ট্যাব ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় মিরপুর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।