Ridge Bangla

কানের মার্শে দ্যু ফিল্মে প্রদর্শিত হবে বাংলাদেশি সিনেমা ‘বাঙালি বিলাস’

বাংলাদেশি চলচ্চিত্র বিশ্ব পরিমণ্ডলে ক্রমেই নিজেদের অবস্থান সুদৃঢ় করছে। সেই ধারাবাহিকতায় এবাদুর রহমান পরিচালিত সিনেমা ‘বাঙালি বিলাস’ জায়গা করে নিয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাসম্পন্ন কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা Marché du Film-এ।

৭৮তম কান চলচ্চিত্র উৎসব আগামী ১৩ থেকে ২৫ মে অনুষ্ঠিত হবে। উৎসবের অন্যতম আকর্ষণ হিসেবে ১৮ মে ‘বাঙালি বিলাস’ প্রদর্শিত হবে। আন্তর্জাতিকভাবে Tractatus Bengalium নামে পরিচিত এই সিনেমাটি এরই মধ্যে পরিবেশক ও উৎসব আয়োজকদের মাঝে কৌতূহল ও আগ্রহের জন্ম দিয়েছে।

বাংলা ও ইংরেজি ভাষায় নির্মিত ১৯০ মিনিট দৈর্ঘ্যের এই চলচ্চিত্রটি বাংলাদেশের প্রচলিত ধারার সিনেমা থেকে একেবারে ভিন্নধর্মী। যৌনতা, নারীবাদ, বিশ্বাসঘাতকতা ও রাজনীতির মতো স্পর্শকাতর বিষয় উঠে এসেছে এতে। পরিচালক এবাদুর রহমান জানান, এটি একটি “ফিল্ম-উইদিন-এ-ফিল্ম” কাঠামোয় নির্মিত, যেখানে গল্পের ভেতরেই আরেকটি গল্প উন্মোচিত হয়।

মূল আখ্যান ঘুরে দাঁড়ানো দুই মুসলিম নারী চরিত্র— মিত্রা ও রুশতী— যারা এক পুরুষতান্ত্রিক নির্মাতার দখল থেকে নিজেদের শরীর ও ভাষার নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার লড়াইয়ে লিপ্ত। এটি কেবল নারীবাদী সিনেমা নয়, বরং নারী, শরীর ও বিশ্বাসকে নতুনভাবে সংজ্ঞায়িত করার এক রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিবাদ।

সিনেমাটিতে অভিনয় করেছেন ভারতীয় অভিনেত্রী ঋ সেন, যিনি বিতর্কিত সিনেমা ‘গান্ডু’-তে অভিনয় করে আলোচিত হয়েছিলেন। তার সঙ্গে রয়েছেন বাংলাদেশের ফারহানা হামিদ, নাঈমা তাসনিম, শতাব্দী ওয়াদুদ এবং আজাদ আবুল কালাম।

চিত্রগ্রহণ করেছেন রাওয়ান সায়েমা ও মোহাম্মদ আরিফুজ্জামান, সম্পাদনায় ছিলেন বার্লিনের অস্কার লোসার ও ঢাকার ইকবাল কবির জুয়েল। শব্দ পরিকল্পনায় ছিলেন ফিনল্যান্ডের খ্যাতিমান শব্দ শিল্পী মিকা নিনিমা। আন্তর্জাতিক এই যৌথ প্রয়াস সিনেমাটিকে দিয়েছে এক বিশ্বজনীন মাত্রা।

পরিচালক এবাদুর রহমান বলেন, “‘বাঙালি বিলাস’ কেবল একটি সিনেমা নয়, এটি একটি সাংস্কৃতিক প্রতিবাদ, যা প্রচলিত বাঙালি সিনেমার কাঠামো ভেঙে নতুন চলচ্চিত্র ভাষা নির্মাণের প্রচেষ্টা।”

Marché du Film-এ এই সিনেমার প্রদর্শনী বাংলাদেশের চলচ্চিত্রের জন্য এক বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে, যা দেশীয় সিনেমাকে আন্তর্জাতিকভাবে আরও বিস্তৃত পথ করে দেবে।

আরো পড়ুন