Ridge Bangla

বলিউডে নায়ক হবার আগেই আমির খান ছিলেন বিবাহিত

বলিউডে অভিনয় জীবন শুরুর আগেই গোপনে বিয়ে সেরেছিলেন আমির খান! ১৯৮৮ সালে জুহি চাওলার বিপরীতে ‘কেয়ামত সে কেয়ামত তাক’ সিনেমার মাধ্যমে যখন প্রথমবার বড় পর্দায় আসেন আমির, তখনই তিনি দর্শকদের হৃদয় জয় করে নেন। কিন্তু তখন কেউ জানত না, আমির ইতোমধ্যেই বিবাহিত।

সম্প্রতি এই গোপন বিয়ে নিয়ে মুখ খুলেছেন আমিরের বন্ধু এবং ‘কেয়ামত সে কেয়ামত তাক’ ছবির সহ-অভিনেতা শেহজাদ খান। বলিউড ঠিকানা-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সিনেমার শুটিং শুরুর আগেই আমির খান রিনা দত্তকে বিয়ে করেছিলেন।

শেহজাদ বলেন, “আমিরের বিয়েতে মাত্র ৫০ টাকা খরচ হয়েছিল। ওরা কোর্ট ম্যারেজ করেছিল। আমি সাক্ষী দেওয়ার কথা ছিল, কিন্তু দেরি করে পৌঁছানোর কারণে সাক্ষী হতে পারিনি। যখন কোর্টে পৌঁছাই, ততক্ষণে তারা বিয়ে সেরে বাড়ি ফিরে গেছে।”

তিনি আরও জানান, “শুটিংয়ের সময় রিনা একদিন সেটে এসেছিলেন। সবাই জানত ওরা একে অপরকে পছন্দ করে, কিন্তু কেউ জানত না ওরা তখনই স্বামী-স্ত্রী।”

১৯৮৬ সালে আমির খান এবং রিনা দত্ত বিয়ে করেন। কিন্তু ১৬ বছরের দাম্পত্যের পর ২০০২ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এই দম্পতির দুটি সন্তান—ইরা খান এবং জুনায়েদ খান। যদিও তারা আলাদা হয়ে গেছেন, তবে আমির ও রিনার মধ্যে এখনো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে।

আরো পড়ুন