পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবের ফলে বাংলাদেশের প্রায় ৫২ মিলিয়ন মানুষ বন্যার ঝুঁকিতে পড়তে পারে।
তিনি বলেন, বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী, বন্যার ঝুঁকিতে থাকা দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে ১০ নম্বরে, এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বন্যা ঝুঁকির দিক থেকে অবস্থান ৭ নম্বরে।
শনিবার (১০ মে) রাজধানীর ইস্কাটনের প্রবাসী কল্যাণ ভবনে জালালাবাদ অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘Flood Hazard in Sylhet Region: Problems and Way Forward’ শীর্ষক এক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “বন্যা একটি বড় সমস্যা হলেও তা থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের ভূতাত্ত্বিক গঠন ও অ্যাক্টিভ ডেল্টা ব্যবস্থা এমনই যে, বন্যা একদিকে যেমন ক্ষতিকর, অন্যদিকে তা উপকারীও—কারণ এতে পলি পড়ে কৃষিজমি উর্বর হয়।”
তিনি আরও বলেন, “আমরা মধ্যম আয়ের দেশে পরিণত হচ্ছি। সেই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে আরও সমদায়িত্বপূর্ণ করে তুলতে হবে। বন্যা সংকট মোকাবেলায় প্রস্তুতি নিতে হবে এখন থেকেই।”
এ সম্মেলনে সিলেট অঞ্চলে ক্রমবর্ধমান বন্যার কারণ, ঝুঁকি ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত অতিথিরা বন্যা প্রতিরোধে টেকসই অবকাঠামো, স্থানীয় সচেতনতা এবং সমন্বিত দুর্যোগ ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।