Ridge Bangla

২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ২৭১ জন গ্রেপ্তার

সারা দেশের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ২ হাজার ২৭১ জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। গত শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (১০ মে) পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তিনি আরও বলেন, এই বিশেষ অভিযান চলমান থাকবে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের সক্রিয় তৎপরতা অব্যাহত থাকবে।

দেশজুড়ে এই গণগ্রেপ্তারের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যেও আলোচনা চলছে।

আরো পড়ুন