Ridge Bangla

নারায়ণগঞ্জের ১৪টি স্থানে ১০ হাজার গাছ লাগিয়ে ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’র উদ্বোধন

‘নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ড্যান্ডি হবে বিশ্ব সেরা’—এই স্লোগানকে সামনে রেখে শনিবার (১০ মে) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে জেলার ১৪টি স্থানে প্রায় ১০ হাজার গাছের চারা রোপণ করা হয়।

দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে বকুল গাছ রোপণের মাধ্যমে পরিবেশের প্রতি ভালোবাসার প্রতীকী বার্তা দেওয়া হয়। বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা ঘোষণা করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। তিনি এই উদ্যোগকে “সময়োপযোগী ও সুদূরপ্রসারী” বলে উল্লেখ করেন এবং নদী রক্ষা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
অন্যান্য উপস্থিতদের মধ্যে ছিলেন:

  • পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার

  • সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান

  • সিটি কর্পোরেশনের সচিব (উপসচিব) মো. নূর কুতুবুল আলম

  • র‍্যাব, বিজিবি, কোস্টগার্ড, পানি উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশল ও সড়ক ও জনপদসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ

  • রাজনৈতিক নেতৃবৃন্দ: বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, গণসংহতি, গণঅধিকার পরিষদ, ছাত্র আন্দোলনের নেতারা

  • চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তফিজুর রহমান দিপু ভূইয়া

জেলার বিভিন্ন স্থানে যেসব গাছ লাগানো হয়েছে, তার মধ্যে রয়েছে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির চারা।

এই কর্মসূচির মাধ্যমে নারায়ণগঞ্জবাসীর মাঝে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন নগরীর প্রতি দায়িত্বশীলতা ও সচেতনতা বৃদ্ধির বার্তা পৌঁছে দেওয়া হলো।

আরো পড়ুন