ভারত-পাকিস্তান সীমান্তে সামরিক অভিযানের ঘটনার পরপরই বলিউডে সিনেমা নির্মাণের হিড়িক পড়ে যায়, সেটি যেন রীতি হয়ে দাঁড়িয়েছে। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’, ‘ওয়ার’, কিংবা ‘ফাইটার’-এর বাণিজ্যিক সাফল্যের পর এই প্রবণতা আরও বেড়েছে। এবারও তার ব্যতিক্রম নয়। কাশ্মীরের পেহেলগামে হামলার পর পাকিস্তানের মাটিতে ভারতীয় সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ নিয়েও বলিউডে শুরু হয়ে গেছে নতুন সিনেমা যুদ্ধ।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, গত বৃহস্পতিবার (৮ মে) পর্যন্ত কমপক্ষে ১৫টি প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপারেশন সিঁদুর’ নামটি ফিল্ম টাইটেল হিসেবে নিবন্ধন করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়েজের সভাপতি বি এন তিওয়ারি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রযোজক বলেন, “এটা এখন বলিউডে স্বাভাবিক ঘটনা। কোনো সামরিক অভিযান বা বড় জাতীয় ঘটনা ঘটলেই প্রযোজকরা আগেভাগে সিনেমার নাম সংরক্ষণ করে রাখেন—যদি ভবিষ্যতে সিনেমা বানানো হয়।”
এখনো পর্যন্ত কোনো সিনেমার চিত্রনাট্য লেখা শুরু হয়নি, তবে নাম বুকিংয়ের এই প্রতিযোগিতা নির্মাতাদের সম্ভাব্যতা ধরে রাখার কৌশল হিসেবেই দেখা হচ্ছে।
নির্মাতা অশোক পণ্ডিত বলেন, “আমরাও ‘অপারেশন সিঁদুর’ নামে সিনেমার নাম বুক করেছি। ভবিষ্যতে যদি প্রাসঙ্গিকতা থাকে এবং ভালো গল্প হয়, তাহলে তা সিনেমায় রূপ দেওয়া যাবে।”
সব মিলিয়ে, একদিকে যখন সামরিক অভিযানের রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনায় উত্তপ্ত পরিবেশ, অন্যদিকে বলিউডে সিনেমা নির্মাণ নিয়ে চলছে আগাম প্রস্তুতি। ‘অপারেশন সিঁদুর’ নিয়ে এই তৎপরতা যে শিগগিরই পর্দায় ধরা দিতে পারে, তা এখন বলাই যায়।