বাংলাদেশে জন্ম নেওয়া ব্রিটিশবিরোধী বিপ্লবী অনন্ত সিং-এর জীবনী এবার রুপালি পর্দায় উঠে আসছে। এই বায়োপিক সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেতা জিৎ, যা তার ক্যারিয়ারের প্রথম জীবনীভিত্তিক সিনেমা হতে যাচ্ছে।
সিনেমাটির পরিচালনায় রয়েছেন পথিকৃৎ বসু। শিগগিরই শুরু হবে ছবির শুটিং। চলচ্চিত্রটির নাম রাখা হয়েছে ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’।
সিনেমার কাহিনিতে ফুটে উঠবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মতো ঐতিহাসিক ঘটনা, অনন্ত সিংয়ের সাহসিকতা, এবং সামাজিক বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিবাদ। দেখা যাবে, কিভাবে অনন্ত সিং ধনীদের সম্পদ লুট করে গরিবদের মাঝে বিলিয়ে দিতেন—যা কিছু মানুষের কাছে তাকে বিপ্লবী, আবার কারও কাছে ডাকাত হিসেবে পরিচিত করে তোলে।
অভিনেতা জিৎ বলেন,
“এই ছবি করার সিদ্ধান্ত নিয়েছি কারণ আগে কখনো বায়োপিকে কাজ করিনি। এটা আমার জন্য এক নতুন অভিজ্ঞতা।”
পরিচালক পথিকৃৎ বসু জানান,
“এই সিনেমার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো—এটি এক বিস্মৃত বীরের গল্প। অনন্ত সিংয়ের মতো অনেক সংগ্রামী ইতিহাসের পাতায় হারিয়ে গেছেন। এই সিনেমার মাধ্যমে নতুন প্রজন্ম তার বীরত্ব ও ত্যাগ সম্পর্কে জানতে পারবে।”
এই বায়োপিক নতুন করে অনন্ত সিংয়ের জীবন ও সংগ্রামকে গণমানুষের সামনে তুলে ধরবে, এবং একইসঙ্গে তরুণ প্রজন্মের জন্য হতে পারে অনুপ্রেরণার উৎস।