বলিউড অভিনেত্রী সোনম কাপুর নিজের অভিনয় দক্ষতা ও স্টাইলিশ উপস্থিতির মাধ্যমে দর্শকের মন জয় করেছেন বহুবার। ২০১৮ সালে তিনি বিয়ে করেন ব্যবসায়ী আনন্দ আহুজাকে। তাদের দাম্পত্য জীবনের সাত বছর পূর্ণ হয়েছে। এবার গুঞ্জন উঠেছে—দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন সোনম কাপুর!
২০২২ সালে জন্ম নেয় তাদের প্রথম সন্তান বায়ু, যার সঙ্গেই বর্তমানে অধিকাংশ সময় কাটাচ্ছেন সোনম। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মাতৃত্বমণ্ডিত পোস্ট প্রায়ই চোখে পড়ে। সন্তানকে সময় দেওয়ার জন্যই কিছুটা বলিউডের আড়ালে রয়েছেন তিনি।
সম্প্রতি সপ্তম বিবাহবার্ষিকীতে স্বামী আনন্দ আহুজার সঙ্গে এক চিকিৎসকের চেম্বারে দেখা যায় সোনমকে। সাদা ঢিলেঢালা পোশাকে তাদের সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। ভিডিও প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা—আবারও অন্তঃসত্ত্বা কি না সোনম!
যদিও চিকিৎসকের কাছে যাওয়ার কারণ সম্পর্কে সোনম বা আনন্দ কেউই কিছু জানাননি, তবে তাদের হাসিমুখ ও প্রশান্ত অভিব্যক্তি দেখে নেটিজেনদের অনেকেই ধরে নিয়েছেন, কাপুর পরিবারে নতুন অতিথি আসার সুখবর খুব শিগগিরই মিলতে পারে।
এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও, সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই জল্পনায় সরগরম—সোনম কাপুর কি তবে সত্যিই মা হতে চলেছেন আবার?