Ridge Bangla

মহাসমাবেশে জাতীয়করণসহ দশ দফা দাবি পূরণে আল্টিমেটাম দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষকরা

এমপিওভুক্ত প্রতিষ্ঠানসমূহ জাতীয়করণসহ বিভিন্ন দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে শনিবার (১০ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ করেছেন এমপিওভুক্ত শিক্ষকেরা। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ), শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদসহ একাধিক সংগঠনের উদ্যোগে এই সমাবেশ হয়। তাদের মূল দাবি শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করে শিক্ষাব্যবস্থা জাতীয়করণ।

দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা শতভাগ উৎসব ভাতা, জাতীয়করণসহ ১০ দফা দাবি জানিয়ে আসছেন। গত ১২ মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয়ের দিকে পদযাত্রা করলে পুলিশ বাধা দেয়। শিক্ষকরা অভিযোগ করেন, ঈদুল ফিতরের আগেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতাসহ অন্যান্য দাবির বাস্তবায়ন জরুরি।

বেসরকারি শিক্ষক-কর্মচারীরা অভিযোগ করেন, অবসরের পর অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হয় এবং নানা হয়রানির সম্মুখীন হতে হয়।

তাদের দশ দফা দাবিগুলো হলো:
১. মাধ্যমিক শিক্ষা জাতীয়করণ করে সরকারি-বেসরকারি বৈষম্য দূর করা।
২. ঈদুল ফিতরের আগেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান।
৩. ইএফটি সমস্যা দ্রুত সমাধান।
৪. বেসরকারি স্কুলের প্রধান শিক্ষকদের ষষ্ঠ ও সহকারী প্রধান শিক্ষকদের সপ্তম গ্রেডে টাইম স্কেল প্রদান।
৫. সার্বজনীন বদলি প্রথা চালু।
৬. পেনশন প্রথা চালু এবং অবসর সুবিধা ৬ মাসের মধ্যে প্রদান; অতিরিক্ত ৪ শতাংশ কর্তন বন্ধ।
৭. চাকরির বয়সসীমা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় ৬৫ বছর করা।
৮. শিক্ষক নিয়োগ কমিশন গঠন এবং প্রশাসনিক স্তরে এমপিওভুক্তদের অংশগ্রহণ নিশ্চিত।
৯. ম্যানেজিং কমিটি-গভর্নিং বডি বিলুপ্ত করে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মতো পরিচালনা।
১০. স্বীকৃতিপ্রাপ্ত সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা।

আরো পড়ুন