সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ড্র করার পর আজ ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বের দুই ম্যাচে এক ড্র ও এক জয়ে ৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে গোলাম রব্বানীর দল।
ভারতের অরুণাচল প্রদেশের ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে বাংলাদেশের হয়ে একটি করে গোল করেন মোরশেদ আলী, সুমন সরেন ও অধিনায়ক নাজমুল হুদা।
প্রথমার্ধে বাংলাদেশ গোছানো ফুটবল উপহার দেয়। ম্যাচের ১৩ মিনিটে একক প্রচেষ্টায় ভুটানের রক্ষণ ভেদ করে বাঁ পায়ের শটে গোল করেন মোরশেদ আলী। এরপর ১৬ মিনিটে আরও একবার আক্রমণ চালিয়ে কর্নার আদায় করেন তিনি।
২৭ মিনিটে ডান পাশ দিয়ে বল এগিয়ে মোরশেদ বলটি বাড়ান সুমন সরেনের দিকে, যিনি নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন। বিরতিতে যাওয়ার আগেও আরও দুটি সুযোগ তৈরি করে বাংলাদেশ, কিন্তু ভুটানের জমাট রক্ষণে তা আটকে যায়।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কিছুটা রক্ষণাত্মক কৌশলে খেলে। ভুটানও আক্রমণের গতি বাড়ায়। ৭৫ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক ইসমাইল হোসেন একক প্রচেষ্টায় নিশ্চিত গোল রক্ষা করেন। এরপর ৮০ থেকে ৮৫ মিনিটের মধ্যে আরও দুটি আক্রমণ চালায় ভুটান, যা ফলপ্রসূ হয়নি।
অবশেষে যোগ করা সময়ে মোরশেদের চমৎকার ক্রস থেকে অধিনায়ক নাজমুল হুদা গোল করে স্কোরলাইন ৩-০ করেন।
ভুটানের সঙ্গে এই বড় জয়ে ‘এ’ গ্রুপের সেরা হওয়ার সম্ভাবনা জোরালো করেছে বাংলাদেশ। মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালদ্বীপ মুখোমুখি হবে ভুটানের।