চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে পরিবেশবান্ধব ও আধুনিক যাত্রীসেবা নিশ্চিত করতে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে ইলেকট্রিক কার (ই-কার)। আগামী ১৩, ১৪ ও ১৫ মে এই তিন দিন চারটি ই-কার পরীক্ষামূলকভাবে চলাচল করবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন এই ব্যাপারে বলেছেন, “পরীক্ষামূলকভাবে ই-কার চলাচল সফল হলে আগামী জুন মাস থেকে ২০টি ই-কার নিয়ে পূর্ণাঙ্গ সেবা চালু করা হবে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে ই-কার সেবার ভাড়া নির্ধারণ করা হয়েছে ন্যূনতম ৫ টাকা থেকে সর্বোচ্চ ১৫ টাকা পর্যন্ত।”
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ই-কার চালু হলে পরিবেশ দূষণ কমার পাশাপাশি যাত্রীসেবায়ও গতি আসবে। দীর্ঘ ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তারা সহজে ও স্বল্প খরচে চলাচল করতে পারবেন।