আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ রোববার (১১ মে) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটে বিএনপি আয়োজিত এক অনুষ্ঠানে বলেন, “আওয়ামী লীগ একটি মাফিয়া শক্তি, যাদের কোনো গণতান্ত্রিক মূল্যবোধ নেই। দল হিসেবে তাদের বিচার হওয়া উচিত।”
তিনি আরও বলেন, “আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না, তাদের ডিএনএতেই গণতন্ত্র নেই। দল হিসেবে তাদের নিষিদ্ধ করার জন্য যে আইন সংশোধন করা হয়েছে, বিএনপি সেই উদ্যোগকে সাধুবাদ জানায়।”
আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করার দাবি জানিয়ে সালাহউদ্দিন হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি রোডম্যাপ প্রকাশ না করা হয়, তাহলে সরকারকে ভবিষ্যতে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হতে পারে।”
প্রসঙ্গত, গত ৭ মে মধ্যরাতে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের খবরে রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনার সৃষ্টি হয়। এরপরই আওয়ামী লীগকে নিষিদ্ধসহ তিন দফা দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন শুরু করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে সমর্থন জানায় জুলাই গণঅভ্যুত্থানে যুক্ত বিভিন্ন সংগঠন। যদিও বিএনপি ও বাম দলগুলো সরাসরি কর্মসূচিতে অংশ নেয়নি, তবে রাজনৈতিক অবস্থান থেকে তারা এ নিষেধাজ্ঞাকে ইতিবাচকভাবে দেখছে।
শনিবার (১০ মে) রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়, জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মানবতাবিরোধী অপরাধের বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে। বিষয়টি নিয়ে সোমবার (১২ মে) গেজেট প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।