Ridge Bangla

সাগরে ইলিশ ধরায় ৬ ট্রলারসহ ৯৩ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে সমুদ্রে ইলিশ শিকারে যাওয়ায় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় কোস্ট গার্ড ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে ৬টি ট্রলারসহ ৯৩ জন জেলেকে আটক করা হয়েছে। অভিযানে ৬১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৮ মে) রাতে হাতিয়ার হরনী ইউনিয়নের টাংকি ঘাট ও চেয়ারম্যান ঘাট এলাকার মেঘনা নদী থেকে এই জেলেদের আটক করা হয়। পরদিন শুক্রবার (৯ মে) বিকেলে জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা, দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিসিজি স্টেশন হাতিয়া ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে এফবি মায়ের দোয়া, এফবি আয়ানা, এফবি তাহিয়ান, এফবি সামিয়া, এফবি সাইফুল-২ ও এফবি মায়ের দোয়া নামের ৬টি ট্রলার আটক করা হয়। এসব ট্রলার থেকে ৪ লাখ ৬১ হাজার টাকা মূল্যের ৬১৫ কেজি ইলিশসহ ৯৩ জন জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে ট্রলার মালিকদের কাছ থেকে মোট ৪ লাখ ৭৬ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৯৬ জন জেলেকে মুচলেকা নিয়ে ট্রলারসহ ছেড়ে দেওয়া হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন জানান, প্রতিবছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন দেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা রয়েছে। মাছের প্রজনন ও সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইলিশসহ মূল্যবান জাতীয় মৎস্যসম্পদ রক্ষায় নিয়মিত অভিযান চলবে বলেও তিনি জানান।

আরো পড়ুন