Ridge Bangla

মহেশপুর সীমান্তে নারী-শিশুসহ ৩৬ বাংলাদেশি আটক, ফেনসিডিল উদ্ধার

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ৩৬ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে পৃথক এক অভিযানে ৮০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

বুধবার মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান, আটক ব্যক্তিদের মধ্যে ১৪ জন নারী, ৭ জন শিশু এবং ১৫ জন পুরুষ রয়েছেন।

আটকদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন:
যশোরের মনিরুল গাজী, ফরিদপুরের ইমরান মুন্সি, গোপালগঞ্জের উজ্জল শেখ, নোয়াখালীর সুজন দাস, খুলনার জাহিদুল মুন্সি ও হাফিজুল, নড়াইলের রিজাউল শেখ, শিমুল সিকদার, আলিমুল শেখ, সাজিদুল ইসলাম, হুমায়ুন খান এবং কক্সবাজারের রবিউল আলম।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মাটিলা, কুসুমপুর এবং বাঘাডাঙ্গা বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়। পাশাপাশি গয়েশপুর বিওপি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ৮০ বোতল ফেনসিডিল।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আটক নারী ও শিশুদের যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার সেন্টারে পাঠানো হয়েছে। পুরুষদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে।

বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্তে অনুপ্রবেশ ও মাদক চোরাচালান রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন