Ridge Bangla

এএসপি পলাশ সাহার আত্মহত্যার পেছনের কারণ জানালেন তার ভাই

চট্টগ্রামে র‍্যাব-৭ কার্যালয়ে নিজের অফিসেই আত্মহত্যা করেছেন সহকারী পুলিশ সুপার (এএসপি) পলাশ সাহা। বুধবার (৭ মে) তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে, যেখানে তিনি নিজের মৃত্যুর জন্য স্ত্রী বা মাকে দায়ী না করে নিজেকেই দায়ী করেছেন।

পলাশ সাহার গ্রামের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তারাশী গ্রামে। তিনি ছিলেন মৃত বিনয় কৃষ্ণ সাহার ছেলে। তার মেঝ ভাই নন্দ লাল সাহা জানান, প্রায় দুই বছর আগে ফরিদপুরের চৌধুরীপাড়ার বাসিন্দা সুস্মিতা সাহার সঙ্গে পলাশের বিয়ে হয়। তবে বিয়ের কিছুদিন পর থেকেই দাম্পত্য জীবনে কলহ দেখা দেয়।

নন্দ লাল সাহা জানান, পলাশের স্ত্রী প্রায়ই তার শাশুড়িকে—অর্থাৎ পলাশের মা আরতি সাহাকে—গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য চাপ দিতেন। কিন্তু পলাশ মা ও স্ত্রী—দুজনকেই ভালোবাসতেন এবং মাকে আলাদা করতে চাননি।

তার ভাষ্য অনুযায়ী, “বুধবার সকালে তুচ্ছ বিষয় নিয়ে সুস্মিতা পলাশ এবং তার মায়ের ওপর শারীরিকভাবে আক্রমণ করেন। অপমান এবং এই পারিবারিক দুঃসহ পরিস্থিতির কারণে পলাশ মানসিকভাবে ভেঙে পড়েন এবং আত্মহত্যার পথ বেছে নেন।”

এই ঘটনায় পলাশ সাহার আত্মীয়-স্বজন, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আরো পড়ুন