Ridge Bangla

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, জম্মুর বিমানবন্দরে বিকট শব্দে বিস্ফোরণ

কাশ্মীরে বন্দুক হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা চরমে পৌঁছেছে। ভারতীয় হামলার পর পাল্টা জবাব দিতে শুরু করেছে পাকিস্তান। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বৃহস্পতিবার (৮ মে) স্থানীয় সময় রাত ৯টার দিকে জম্মু-কাশ্মির ও পাঞ্জাবের বিভিন্ন অঞ্চলে পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন আরএস পুরা, আরনিয়া, সাম্বা ও হিরানগর এলাকায় এই হামলা চালানো হয়। ভারতীয় সেনা সূত্রের দাবি, পাকিস্তানের ড্রোন ব্যবহার করে এসব এলাকায় বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে তারা সন্দেহ করছে।

এদিকে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, একই রাতে জম্মুর বিমানবন্দরে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি নিরাপত্তা সূত্র এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছে। রয়টার্সের এক সাংবাদিক জানান, জম্মু আকাশে সাইরেন বাজার পাশাপাশি লাল শিখা ও ‘প্রজেক্টাইল’ দেখা গেছে।

জম্মু ও কাশ্মীরের সাবেক পুলিশ মহাপরিচালক শেষ পল ভাইদ সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, “বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে।”

এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তান সরকার এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

উল্লেখ্য, সম্প্রতি পরিচালিত ‘অপারেশন সিঁদুর’-এর পর থেকেই ভারত-পাকিস্তান সীমান্তে একের পর এক অশান্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। সীমান্ত অঞ্চলে নতুন করে উত্তেজনা বেড়েই চলেছে।

আরো পড়ুন