Ridge Bangla

চুয়াডাঙ্গায় ৩৯.৭ ডিগ্রি তাপমাত্রা, জনজীবনে চরম অস্বস্তি

চুয়াডাঙ্গায় বৃহস্পতিবার (৮ মে) বিকেলে দেশের সর্বোচ্চ ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা একদিন আগের তুলনায় ২ দশমিক ৯ ডিগ্রি বেশি। এই প্রচণ্ড ভ্যাপসা গরমে চরম দুর্ভোগে পড়েছেন জেলার সাধারণ মানুষ।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, সন্ধ্যা ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৫১ শতাংশ। এর আগে দুপুর ৩টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, তখন বাতাসের আর্দ্রতা ছিল মাত্র ৩৪ শতাংশ।

এই মৌসুমে চুয়াডাঙ্গায় এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ মার্চ, যখন তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মৌসুমে এক থেকে তিনটি মৃদু ও মাঝারি এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একই সঙ্গে এক বা দুটি ঘূর্ণিঝড় আঘাত হানার আশঙ্কাও রয়েছে।

এর আগে বুধবার চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহ বয়ে গিয়েছিল এবং তখন তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে জেলার ওপর দিয়ে মাঝারি ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে, ফলে জনজীবন, কৃষি ও প্রাণিকুল চরম অস্বস্তির মধ্যে পড়েছে।

আবহাওয়া কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেছেন, মে মাসের শেষ দিকে বঙ্গোপসাগরে সৃষ্ট একটি ঘূর্ণিঝড় বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে।

আরো পড়ুন