Ridge Bangla

ব্যান্ডউইডথে ছাড়, তবুও ইন্টারনেটের দাম কমছে না কেন?

সরকারি ও বেসরকারি পর্যায়ে ব্যান্ডউইথ সাশ্রয়ের ঘোষণার পরও মোবাইল ইন্টারনেট ব্যবহারে গ্রাহকদের খরচ কমছে না। সরকার ব্যান্ডউইথ কেনা ও সঞ্চালনে খরচ কমালেও মোবাইল অপারেটররা এখনও পূর্বের দামেই ডাটা বিক্রি করছে, যা নিয়ে গ্রাহকদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

গত ২২ মার্চ রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) ব্যান্ডউইথের দাম ১০ শতাংশ কমানোর ঘোষণা দেয়। এরপর আন্তর্জাতিক গেটওয়ে স্তরে আরও ১০ শতাংশ এবং সঞ্চালন স্তরে ১৫–২০ শতাংশ খরচ হ্রাসের ঘোষণা আসে বেসরকারি দুটি প্রধান সঞ্চালন প্রতিষ্ঠান ফাইবার অ্যাট হোম ও সামিট কমিউনিকেশন্সের পক্ষ থেকে।

ফাইবার অ্যাট হোম জানিয়েছে, তারা ব্রডব্যান্ড এবং মোবাইল নেটওয়ার্ক— উভয় ক্ষেত্রেই খরচ কমিয়েছে। তবে সামিট কমিউনিকেশন্স স্বীকার করেছে যে, তারা এখনো পুরোপুরি খরচ কমিয়ে দেয়নি। আর মোবাইল অপারেটরদের দাবি, এসব বড় সঞ্চালন প্রতিষ্ঠান তাদের কাছে এখনও আগের চুক্তিমূল্যেই সেবা দিচ্ছে, ফলে তারা ডাটার দাম কমাতে পারছে না।

এদিকে গ্রাহকদের অভিযোগ, ব্যান্ডউইথের দাম কমার পরও মোবাইল ডাটা প্যাকেজের মূল্য অপরিবর্তিত থাকায় তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকেই বলছেন, অতীতে একাধিকবার ডাটার দাম বাড়ানো হলেও এখন কমানোর কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

সরকার বারবার মোবাইল অপারেটরদের ডাটা প্যাকেজের দাম কমানোর নির্দেশ দিলেও, এখনও পর্যন্ত বাজারে কোনো দৃশ্যমান পরিবর্তন আসেনি।

আরো পড়ুন