Ridge Bangla

ঈদে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড়

দেশের বিভিন্ন স্থানে আপনজনদের সাথে ঈদ উদযাপন করতে ব্যস্ততম ইট-পাথরের শহর ছেড়ে ছুটে চলেছে মানুষ। গত দুই-একদিনের তুলনায় সড়ক-মহাসড়ক, নৌ ও রেলপথে মানুষের ভিড় বেড়েই চলেছে।

গত কয়েকদিনের তুলনায় বুধবার রেলস্টেশন, লঞ্চঘাট ও বাস টার্মিনাল ঘিরে যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। তবে পুলিশ, সেনাবাহিনীসহ প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা মাঠে তৎপর রয়েছেন। তারা মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দুর্ঘটনা, ছিনতাইসহ যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধেও তাদের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন স্টেশনে বেড়েছে যাত্রীর চাপ। ট্রেনের অপেক্ষায় প্লাটফর্মে অপেক্ষায় রয়েছেন অনেক যাত্রী। বসার জায়গা না পেয়ে প্লাটফর্মে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা গিয়েছে অনেককে।

এদিকে ভোর থেকেই বাস টার্মিনালগুলোতে বাড়ি ফেরা যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সড়ক-মহাসড়কে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। দেশের বিভিন্ন স্থানের বাস টার্মিনালগুলোত ঘরমুখো যাত্রীদের অভিযোগ- স্বাভাবিক সময়ের থেকে ঈদ উপলক্ষে অতিরিক্ত ভাড়া গুণতে হচ্ছে তাদের।

অতিরিক্ত ভিড়ের কারণে রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা যাচ্ছে। এতে অনেকে বাস, রিকশা, সিএনজি থেকে নেমে ব্যাগ হাতে নিয়ে হেঁটে যাচ্ছেন টার্মিনালের দিকে। টার্মিনালগুলোর সামনে রয়েছে বাসের লম্বা সারি। এসব সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখতে দায়িত্বে রয়েছেন অতিরিক্ত পুলিশ সদস্য, সেনাবাহিনীসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যগণ।

আরো পড়ুন