Ridge Bangla

ঈদের আগে দুই শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ

আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে ঈদের আগের দুই শনিবার—১৭ ও ২৪ মে—ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করে।

সাধারণত শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও ওই দুইদিন ব্যাংকে স্বাভাবিক কার্যক্রম ও লেনদেন চালু থাকবে। প্রজ্ঞাপনে জানানো হয়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ঈদের ছুটিকে ১০ দিন কার্যকর রাখতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ঈদের ছুটি চলবে। এর মধ্যে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) ব্যাংকসহ সরকারি অফিসগুলো বন্ধ থাকবে।

এর আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে ঈদ উপলক্ষে ১০ দিনের ছুটি অনুমোদন দেওয়া হয়। ফলে ছুটির আগের দুই শনিবার সরকারি অফিস ও ব্যাংক খোলা থাকবে, যাতে করে সাধারণ গ্রাহকরা আগেই প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে পারেন।

এই সিদ্ধান্তে চেক নিষ্পত্তি, লেনদেন, প্রয়োজনীয় জমা/উত্তোলন, বেতন পরিশোধ ইত্যাদি বিষয়ে গ্রাহক ও প্রতিষ্ঠানের জন্য বাড়তি সুবিধা তৈরি হবে বলে মনে করা হচ্ছে।

আরো পড়ুন