Ridge Bangla

ধর্ষণের হুমকির অভিযোগ অভিনেতা শামীমের বিরুদ্ধে

ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে ধর্ষণের হুমকির অভিযোগ তুলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। মঙ্গলবার (৭ মে) বিকেলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এই অভিযোগ তুলে ধরেন তিনি। প্রিয়াঙ্কার অভিযোগ ঘিরে তুমুল আলোচনা শুরু হলে রাত সাড়ে ৯টার দিকে সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান ব্যাখ্যা করেন শামীম হাসান।

সংবাদ সম্মেলনে শামীম হাসান বলেন, “প্রিয়াঙ্কা আমার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। তিনি এর আগে একই নাটকের একটি লটে আমার সঙ্গে কাজ করেছেন। আমাদের মধ্যে কোনো শত্রুতা নেই।” তিনি আরও বলেন, “শুটিং সেটে তিনি রিলস ও টিকটক করছিলেন। আমি তখন রাগ করেই বলি—যদি রিলস বানাতে হয়, তাহলে বাইরে গিয়ে বানান। শুটিং সেটে এসব চলবে না। শুধু এতটুকুই।”

প্রিয়াঙ্কা শুধু ধর্ষণের হুমকির অভিযোগই নয়, শামীমের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগও তুলেছেন। এ প্রসঙ্গে শামীম বলেন, “মাদক সেবনের অভিযোগ অত্যন্ত গুরুতর। আমাদের শুটিং হাউজের সর্বত্র সিসি ক্যামেরা আছে। আমি চাইলে সেই ফুটেজ প্রকাশ করতে পারি। যদি কেউ প্রমাণ করতে পারে, আমি মিডিয়া ছেড়ে দেব।”

শারীরিক নির্যাতনের অভিযোগ নিয়েও শামীম বলেন, “আমার ১০ বছরের অভিনয় জীবনে কখনো কাউকে আঘাত করিনি।”

পরবর্তী পদক্ষেপ নিয়ে তিনি বলেন, “এটা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আমি কখনো মিথ্যা সহ্য করি না। আমার পরিবার, সহশিল্পী ও সংগঠনের সঙ্গে কথা বলব। যদি তারা আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন, তবে সে অনুযায়ী আমি পদক্ষেপ নেব।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অভিনেত্রী শেলি আহসান, অভিনেতা ও নির্মাতা সহীদ উন নবীসহ শুটিং ইউনিটের অন্যান্য সদস্যরাও।

আরো পড়ুন