নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের বাউশিয়া গ্রামে ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মোস্তফা মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন এবং তাঁর পরিবারের আরও তিনজন আহত হন।
ঘটনাটি ঘটে বুধবার (৭ মে) দুপুরে। সংঘর্ষের পর পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করে। আটককৃতরা হলেন আলাউদ্দিন মিয়া (৩৫) এবং তাঁর ভাই রুবেল মিয়া (৩৩)।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্যমতে, আলাউদ্দিন ও রুবেল মিয়ার একটি ছাগল প্রতিবেশী মোস্তফা মিয়ার জমির ঘাস খেয়ে ফেলে। এ ঘটনা নিয়ে দুই পরিবারের নারীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে পুরুষ সদস্যদের মধ্যেও ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দা-বটি ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।
সংঘর্ষে রুবেল ও আলাউদ্দিন মোস্তফা মিয়াকে একযোগে কুপিয়ে গুরুতর আহত করেন। দ্রুত তাঁকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনার পরপরই অভিযান চালিয়ে আলাউদ্দিন ও রুবেলকে আটক করে। নরসিংদী মডেল থানার ওসি মো. এমদাদুল হক বলেন,
“এটি একটি তুচ্ছ বিষয় থেকে সংঘটিত দুঃখজনক হত্যাকাণ্ড। আমরা তাৎক্ষণিকভাবে অভিযুক্তদের গ্রেপ্তার করেছি। তাদের আদালতে পাঠানো হবে।”
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।