ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এস এম মিজানুর রহমান রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।
বুধবার (৭ মে) রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এস এম মিজানুর রহমানের বিরুদ্ধে একটি হত্যা মামলার অভিযোগ রয়েছে। মামলাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট।
ওসি মোহসীন উদ্দিন বলেন,
“মিজানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন সংক্রান্ত একটি হত্যা মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। তবে এই গ্রেপ্তারকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর ভূমিকা এবং অভিযোগ নিয়ে চলমান তদন্তের অংশ হিসেবেই এই গ্রেপ্তার ঘটেছে।