সরকারি সফরে ইতালির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। বুধবার (৭ মে) তিনি ইতালির উদ্দেশ্যে রওনা হন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বাহিনী প্রধান ৮ থেকে ১৪ মে ইতালি সফরে থাকবেন। এ সময় তিনি ইতালির বিমান বাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল লুকা গোরেট্তির আমন্ত্রণে ‘অ্যারোস্পেস পাওয়ার কনফারেন্স (এএসপিসি) ২০২৫’-এ অংশগ্রহণ করবেন। এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে ৮ ও ৯ মে।
এ কনফারেন্সে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধানগণ, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা অংশ নেবেন। এছাড়া বিমান বাহিনী প্রধান ইতালির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান ‘লিওনার্দো এসপিএ’-এর আমন্ত্রণে প্রতিষ্ঠানটির বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন।
সফর শেষে তিনি আগামী ১৬ মে দেশে ফিরবেন বলে জানানো হয়েছে।