Ridge Bangla

অভিনেত্রীকে মারধর ও ধর্ষণের হুমকির অভিযোগ, পাল্টা জবাব দিলেন শামীম হাসান সরকার

জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা শামীম হাসান সরকার-এর বিরুদ্ধে মারধর, গালিগালাজ ও ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। এ ছাড়া শুটিং সেটে মাদক সেবনের পর অসৌজন্যমূলক আচরণের অভিযোগও এনেছেন তিনি।

মঙ্গলবার (৬ মে) এক টেলিভিশন সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, “শুটিংয়ের সময় শামীম হাসান সরকার আমার গায়ে হাত তুলেছেন এবং প্রকাশ্যে ধর্ষণের হুমকি দিয়েছেন। তিনি গাঁজা খেয়ে এসে কাজ করতেন। একজন নারী শিল্পীর জন্য এর চেয়ে অপমানজনক আর কিছু হতে পারে না।”

এই অভিযোগের পর রাতেই সংবাদ সম্মেলন করে পাল্টা প্রতিক্রিয়া জানান শামীম। তিনি অভিযোগগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও সম্মানহানিকর’ বলে আখ্যা দেন। শামীম বলেন, “শুটিং স্পটের প্রতিটি জায়গায় সিসিটিভি ক্যামেরা রয়েছে। কেউ মাদক সেবনের প্রমাণ দিতে পারলে আমি মিডিয়া ছেড়ে দেব।”

তিনি আরও বলেন, “প্রিয়াঙ্কার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বিরোধ নেই। বরং অতীতে আমরা একাধিক কাজ করেছি। কিন্তু এবারের শুটিং সেটে তিনি টিকটক ও রিলস বানাতেই বেশি ব্যস্ত ছিলেন। আমি শুধু বলেছিলাম, এগুলো বাইরে গিয়ে করুন। সেটাকে এখন বিকৃতভাবে উপস্থাপন করা হচ্ছে।”

শামীম হাসান সরকার জানিয়েছেন, তিনি এই ‘উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের’ বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। “একটা মিথ্যা অপবাদ আমি চুপচাপ মেনে নেব না। আমার পরিবার, সহকর্মী এবং শিল্পী সংগঠনের সঙ্গে পরামর্শ করে আইনগত পদক্ষেপ নেব।”

ঘটনাটি ইতোমধ্যেই শোবিজ অঙ্গনে আলোড়ন তুলেছে। কার বক্তব্য সত্য এবং কার অভিযোগ মিথ্যা—তা সময় ও তদন্তই প্রমাণ করবে। তবে দুই পক্ষের পাল্টাপাল্টি অবস্থানে বিতর্কটি আরও জটিল আকার নিচ্ছে।

আরো পড়ুন