Ridge Bangla

ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন সাবেক ডিবি প্রধান

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান রেজাউল করিম মল্লিককে ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ১৭তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা এবং ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।

বুধবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।

ডিবির অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালনের আগে রেজাউল করিম মল্লিক পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ডিআইজি ছিলেন। তিনি গত বছরের ১ সেপ্টেম্বর ডিবি প্রধানের দায়িত্ব গ্রহণ করেন।

নতুন দায়িত্বে তিনি ডিআইজি আওলাদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন, যিনি সম্প্রতি অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) হিসেবে পদোন্নতি পেয়ে পুলিশ টেলিকম বিভাগে যোগ দিয়েছেন।

একই প্রজ্ঞাপনে আরও কয়েকজন কর্মকর্তার বদলির আদেশ দেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন:

  • মো. ছিবগাত উল্লাহ, অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব), শিল্প পুলিশ → অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব), সিআইডি

  • গাজী জসিম উদ্দীন, ডিআইজি, সিআইডি → ডিআইজি, শিল্পাঞ্চল পুলিশ

  • মো. তাওফিক মাহবুব চৌধুরী, পুলিশ সদর দফতর → প্রিন্সিপাল (চলতি দায়িত্ব), রাজশাহী সারদা

  • ড. শোয়েব রিয়াজ আলম, ডিআইজি, পুলিশ সদর দফতর → বদলি, এসপিবিএন

এই রদবদল কার্যকর হলে পুলিশের গুরুত্বপূর্ণ বিভাগগুলোতে অভিজ্ঞ কর্মকর্তাদের নতুন নেতৃত্বে কাজ এগিয়ে যাওয়ার আশা করা হচ্ছে।

আরো পড়ুন