Ridge Bangla

স্বস্তিকার সঙ্গে প্রেম নিয়ে ১৬ বছর পর মুখ খুললেন পরমব্রত চট্টোপাধ্যায়

টালিউডের আলোচিত জুটি পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের প্রেমের গল্প অনেকেরই জানা। প্রায় দুই বছর স্থায়ী হয়েছিল তাদের সম্পর্ক, যা শুরু হয়েছিল স্বস্তিকার বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলাকালে। দীর্ঘ ১৬ বছর পর এবার সেই সম্পর্ক নিয়ে মুখ খুললেন পরমব্রত।

সম্প্রতি ইউটিউব শো ‘স্ট্রেট আপ উইথ শ্রী’-তে অংশ নিয়ে পরমব্রত অকপটে স্মৃতিচারণ করেন। তিনি জানান, স্বস্তিকার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্ত ছিল পুরোপুরি তাঁর নিজের। সম্পর্কের মধ্যে থেকেই এক সময় তিনি নিজেই সরে আসার সিদ্ধান্ত নেন।

পরমব্রত বলেন, “আমরা প্রায়ই দেখা করতাম, কথা হতো। আমরা দু’বছর একসঙ্গে ছিলাম। সেই সময়ের একটি বড় অংশ ছিল খুব সুন্দর, যা আমি আজীবন স্মৃতি হিসেবে লালন করব। তবে এক সময় পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল, যা ছিল খুব অশান্ত। সেই অশান্তির মধ্যেই আমি সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিই।”

তিনি আরও যোগ করেন, “তখনকার আমি আর আজকের আমি এক নই। তখন স্বস্তিকার সঙ্গে কথা বলতেও অস্বস্তি হতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে স্বস্তিকাও অনেক বদলে গেছে। আমি যাকে চিনতাম, সে আর আজকের স্বস্তিকা এক মানুষ নয়।”

সম্পর্কের ভাঙন স্বস্তিকাও গ্রহণ করেছেন ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে। বরং তিনি ভালো সময়গুলোকে লালন করে সামনে এগিয়ে যান। পরমব্রতের বিয়ের তিন মাস পরই স্বস্তিকা তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে দেখা করতে যান এবং সময় কাটান তাঁদের সঙ্গে। সেই মুহূর্তের ছবি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে লেখেন, “আয়, বেঁধে বেঁধে থাকি।” জবাবে পিয়াও লেখেন, “আমরা চঞ্চল, আমরা অদ্ভুত।”

এক সাক্ষাৎকারে স্বস্তিকা বলেন, “পরমের কথা ভাবলে সব সময় ভালো মুহূর্তগুলোর কথাই মনে পড়ে। তাই হয়তো সেদিন বিদায় নেওয়ার সময় ওকে জড়িয়ে ধরে বলতে পেরেছিলাম, ভালো থাকিস। ও-ও বলল, আবার আসিস। পিয়াকে আমি অনেক বছর ধরেই চিনি, ওকে আমার খুব ভালো লাগে। পরমকে বলেছিলাম, তোর জন্য না হোক, পিয়ার জন্য আসব।”

আরো পড়ুন