Ridge Bangla

কোরবানির ঈদে ১০ দিনের ছুটি ঘোষণা

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মচারীদের জন্য ১০ দিনের ছুটি ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার। মঙ্গলবার (৬ মে) এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ ঘোষণা দেন।

তিনি জানান, পূর্বঘোষণা অনুযায়ী ঈদের ছুটি ৫ জুন থেকে ১০ জুন পর্যন্ত নির্ধারিত ছিল। নতুন ঘোষণায় ১১ ও ১২ জুনকেও ছুটি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ১৩ ও ১৪ জুন পড়েছে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)।

ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবারের কোরবানির ঈদে টানা ১০ দিনের ছুটি উপভোগ করতে পারবেন। তবে ১১ ও ১২ জুনের ছুটির পরিবর্তে ১৭ ও ২৪ মে (শনিবার) সরকারি অফিস খোলা থাকবে বলে জানানো হয়।

প্রেস সচিব আরও জানান, ব্যাংক ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনায় ছুটি নির্ধারণ করবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে আগামী ৬ বা ৭ জুন বাংলাদেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন