পাকিস্তানের আজাদ কাশ্মীর, মুজাফফরাবাদ ও ভাওয়ালপুরে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত দেড়টার দিকে এই হামলা চালানো হয়।
পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ভারত তার নিজস্ব আকাশসীমা থেকেই যুদ্ধবিমান ব্যবহার করে এই হামলা চালায়। ক্ষেপণাস্ত্রগুলো একটি মসজিদ, একটি পাওয়ার গ্রিড স্টেশনসহ কয়েকটি স্থাপনায় আঘাত হানে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক বিবৃতিতে বলেন, “ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের সাহস দেখায়নি। বরং কাপুরুষের মতো রাতের অন্ধকারে সীমান্তবর্তী এলাকায় হামলা চালিয়েছে।”
তিনি আরও জানান, এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় পাকিস্তানের সব যুদ্ধবিমানকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, উপযুক্ত সময়ে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এই হামলার ঘটনা দুই প্রতিবেশী পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
পাকিস্তানের তিন অঞ্চলে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা
বাংলাদেশ ডেস্ক
পাকিস্তানের আজাদ কাশ্মীর, মুজাফফরাবাদ ও ভাওয়ালপুরে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডন। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত দেড়টার দিকে এই হামলা চালানো হয়।
পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ভারত তার নিজস্ব আকাশসীমা থেকেই যুদ্ধবিমান ব্যবহার করে এই হামলা চালায়। ক্ষেপণাস্ত্রগুলো একটি মসজিদ, একটি পাওয়ার গ্রিড স্টেশনসহ কয়েকটি স্থাপনায় আঘাত হানে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এক বিবৃতিতে বলেন, “ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশের সাহস দেখায়নি। বরং কাপুরুষের মতো রাতের অন্ধকারে সীমান্তবর্তী এলাকায় হামলা চালিয়েছে।”
তিনি আরও জানান, এই আগ্রাসনের প্রতিক্রিয়ায় পাকিস্তানের সব যুদ্ধবিমানকে সর্বোচ্চ প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি, উপযুক্ত সময়ে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এই হামলার ঘটনা দুই প্রতিবেশী পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।
আরো পড়ুন
ভোটের মাঠে থাকছে এক লাখ সেনা ও দেড় লাখ পুলিশ সদস্য: ইসি সচিব
এনসিপিকে ‘শাপলা’ প্রতীক দেওয়া সম্ভব নয়: নির্বাচন কমিশনার
শাহজালাল বিমানবন্দরের অগ্নিকাণ্ডে ১০০ কোটি ডলারের বেশি ক্ষতির আশঙ্কা
নাশকতার প্রমাণ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেবে সরকার: অন্তর্বর্তী সরকারের বিবৃতি
যুদ্ধবিরতির মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৯৭ জন ফিলিস্তিনি
অশ্লীল শব্দ ব্যবহার করে মাদুরোর সমালোচনা করলেন ট্রাম্প
ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের পরও হতাশ ইউক্রেন
আব্রাহাম চুক্তিতে সৌদি আরব যুক্ত হবেন, আশা করছেন ট্রাম্প
আর্জেন্টিনাকে কাঁদিয়ে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতলো মরক্কো
ইতিহাস গড়ে প্রথমবার ফুটবল বিশ্বকাপে আফ্রিকার ছোট্ট দ্বীপদেশ কেপ ভার্দে
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করলো ভারত
স্বপ্ন বাঁচিয়ে রাখার লক্ষ্যে হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের ফিরতি ম্যাচ আজ