‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ (সিসিটি) উপলক্ষে আয়োজিত এক প্রাকটিস ম্যাচে অংশ নিতে গিয়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব গুরুতর আঘাত পেয়েছেন। ডান হাতের আঙুলে মারাত্মক চোট পেয়েছেন তিনি, পাশাপাশি জ্বরেও ভুগছেন।
চোট প্রসঙ্গে গণমাধ্যমকে তৌসিফ বলেন, “ডান হাতের আঙুলে প্রচণ্ড ব্যথা পেয়েছি। আঙুল ফুলে গেছে, ব্যথা এখনো কমেনি। জ্বরও আছে।” তিনি জানান, আগে কখনো কাঠের বলে খেলেননি, কেবল টেনিস বলেই খেলার অভিজ্ঞতা ছিল। কাঠের বলের গতি ও ওজন ঠিকমতো বুঝে উঠতে না পারায় দুই হাতেই আঘাত পেয়েছেন তিনি।
আঙুলের অবস্থা খারাপ উল্লেখ করে তৌসিফ বলেন, “গতকাল থেকে পেইন কিলার খাচ্ছি। চোটের অবস্থা দেখে মনে হচ্ছে, এবারের টুর্নামেন্টে আর খেলা সম্ভব নয়। তবে দর্শক হিসেবে মাঠে গিয়ে খেলা উপভোগ করব।”
উল্লেখ্য, ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ (সিসিটি) শুরু হবে ৫ মে এবং চলবে ১২ মে পর্যন্ত। টুর্নামেন্টটি বসুন্ধরা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে মোট ৭টি ম্যাচ হবে এবং সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।