Ridge Bangla

প্রকাশ রাজ পবন কল্যাণকে ‘অস্থিতিশীল’ এবং বিজয়কে বললেন ‘দৃষ্টিভঙ্গিহীন’

অভিনেতা প্রকাশ রাজ বরাবরই তাঁর স্পষ্ট রাজনৈতিক মতামতের জন্য পরিচিত। তিনি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নয়, সাক্ষাৎকারেও সাহসিকতার সঙ্গে নিজের অবস্থান তুলে ধরেন। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি সহ-অভিনেতা পবন কল্যাণ ও বিজয় সম্পর্কে তাঁর মত প্রকাশ করেন এবং কেন তিনি মনে করেন এই দুই তারকার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অনুপস্থিত, তা ব্যাখ্যা করেন।

প্রকাশ রাজ বলেন, “লোকেরা প্রায়ই বিজয়কে পবনের সঙ্গে তুলনা করে, আর আমি তাঁদের দু’জনকে প্রায় বিশ বছর ধরে চিনি। পবন এসেছেন তাঁর ভাই চিরঞ্জীবীর পরিবার থেকে, তাঁর ফ্যানবেস উত্তরাধিকারসূত্রে পেয়েছেন। তিনি হয়তো একমত হবেন না, কিন্তু এটা সত্যি। একইভাবে বিজয়ের বাবা, এসএ চন্দ্রশেখর, একজন খ্যাতনামা পরিচালক। তিনিই তাঁকে প্রতিষ্ঠিত করেছেন বহু সিনেমার মাধ্যমে।”

তিনি আরও বলেন, “পবন প্রায় এক দশক আগে রাজনীতিতে যোগ দিয়েছেন, বিজয় এখনও নতুন। এতদিনে আমাদের মধ্যে রাজনীতি নিয়ে গভীর আলোচনা কখনো হয়নি। তাঁরা মূলত অভিনেতা, জনপ্রিয়তার জোরেই রাজনীতিতে এসেছেন।”

প্রকাশ রাজের মতে, এই দুই তারকার কারও মধ্যেই দেশের প্রকৃত সমস্যা বোঝার দৃষ্টিভঙ্গি নেই। তিনি বলেন, “গত দশ বছরে পবনের দল গঠনের পর তাঁর মধ্যে দৃষ্টিভঙ্গির অভাব দেখেছি, মানুষের সমস্যা বোঝার চেষ্টাও দেখিনি। একই অভাব বিজয়ের মধ্যেও দেখি। মানুষ হয়তো বিকল্পের খোঁজে তাঁদের ভোট দেবে, কয়েকটি আসন পাবে, কিন্তু পরে তো নিজেকে প্রমাণ করতে হবে। বিজয়ের বক্তৃতায় আমি সংলাপ শুনি, কিন্তু আদৌ কি গভীর উপলব্ধি আছে? পবন একজন দারুণ জনপ্রিয় অভিনেতা, কিন্তু দেশের ভবিষ্যৎ তাঁর হাতে তুলে দেওয়া কি নিরাপদ হবে? তিনি মতাদর্শগতভাবে অস্থিতিশীল।”

প্রসঙ্গত, পবন কল্যাণ ২০২৪ সালের অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচনে তাঁর জনসেনা পার্টি, টিডিপি এবং বিজেপি জোটের মাধ্যমে সমস্ত আসনে জয়লাভ করে উপ-মুখ্যমন্ত্রী হন। অপরদিকে, বিজয় ২০২৬ সালে তামিলনাড়ুর নির্বাচনে তাঁর দল তামিলগা ভেট্ট্রি কাজাগাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা করেছেন।

প্রকাশ রাজ একাধিকবার পবন ও বিজয়ের সঙ্গে কাজ করেছেন—পোক্কিরি, ঘিলি, জলসা, ভাকিল সাবসহ বেশ কিছু জনপ্রিয় সিনেমায়। তিনি তাঁদের আসন্ন ছবি ‘জানা নায়গান’ ও ‘দ্য কল হিম ওজি’-তেও অভিনয় করছেন। এ ছাড়াও তিনি কন্নড় সিনেমা ফাদার, তামিল সিনেমা মিরাকল, এবং তেলুগু সিনেমা গুডাচারি ২-তেও অভিনয় করবেন।

আরো পড়ুন