প্রায় চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে স্বাগত জানাতে রাজধানীর সড়কজুড়ে নেতাকর্মীদের ঢল নামে। মঙ্গলবার সকাল থেকেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন এলাকায় জড়ো হতে থাকেন দলীয় নেতাকর্মীরা।
সকাল থেকেই বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপস্থিত হন। দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তার দুই পাশে অবস্থান নেন তারা এবং খালেদা জিয়াকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগানে মুখর করেন পরিবেশ। রাজধানীর বিভিন্ন থানা, ওয়ার্ড ছাড়াও আশপাশের জেলা থেকেও কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
খালেদা জিয়ার আগমন ঘিরে বিমানবন্দর এলাকায় পুলিশের ট্রাফিক তৎপরতা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। অতিরিক্ত ভিড় ও যানজট নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন।
জানা গেছে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটটি মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকায় অবতরণ করবে। সেখান থেকে খালেদা জিয়া সরাসরি গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’র উদ্দেশে রওনা হবেন।
এই প্রত্যাবর্তনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও আবেগের পরিবেশ বিরাজ করছে। অনেকের মতে, এটি বিএনপির রাজনৈতিক আবহে নতুন উদ্দীপনা তৈরি করতে পারে।