রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়া এলাকার একটি বাসা থেকে ইসমাইল (১৪) নামের এক মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২ মে) জুমার নামাজের পর দুপুর ২টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থীর বাবা মো. মিল্টন জানান, ইসমাইল স্থানীয় একটি মাদরাসায় পড়ত। দুপুর সাড়ে ১২টার দিকে পরিবারের সবার অগোচরে সে সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। বিষয়টি বুঝতে পেরে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। তবে তিনি বলেন, “ছেলের আত্মহত্যার পেছনে কোনো কারণ জানতে পারিনি।”
ইসমাইলের গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার টিয়াগাছা ভবানীপুর গ্রামে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে খিলগাঁও থানাকে অবহিত করা হয়েছে।