কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারতজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ২২ এপ্রিলের ওই হামলায় নিহত হন ২৬ জন নিরীহ পর্যটক, আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত কূটনৈতিকভাবে একাধিক দেশের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। পাল্টা পদক্ষেপ নিতে ব্যস্ত পাকিস্তানও।
এমন উত্তপ্ত পরিস্থিতিতে বলিউড তারকারাও নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন। তাদের মধ্যে অন্যতম অভিনেতা ইমরান হাশমি। সম্প্রতি এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই নিন্দনীয় হামলার কঠোর প্রতিবাদ জানান তিনি।
ইমরান বলেন, “আমি আশা করি ভারত সরকার এই কাপুরুষোচিত হামলার উপযুক্ত জবাব দেবে। সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না। একে লালন করে বিকৃত এক মানসিকতা। কারণ, আমাদের ধর্ম ইসলাম তো কখনোই এমন কিছু শেখায় না।”
তিনি আরও বলেন, “অনেকে প্রশ্ন তুলছেন, কেন পর্যটন কেন্দ্রে সেনা মোতায়েন ছিল না? বাস্তবতা হলো, গোটা উপত্যকাকে ঘিরে নিরাপত্তা দেওয়াটা কঠিন একটি কাজ। যদিও আমাদের নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা বিভাগ যথেষ্ট দক্ষ, তবুও বৈসরন একটি বিশাল এলাকা। হামলাকারীরা পরিকল্পনা করেই এই হামলা চালিয়েছে। তারা জানতো পহেলগাঁও একটি গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এটা নিছকই কাপুরুষোচিত হামলা।”
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ইমরানের নতুন সিনেমা ‘গ্রাউন্ড জিরো’ কাশ্মীরকে কেন্দ্র করেই নির্মিত। বাস্তবের এই ভয়াবহ ঘটনার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন অভিনেতা নিজেও। তাই তিনি চাইছেন দৃষ্টান্তমূলক জবাব ও প্রতিশোধ।
কাশ্মীরের মতো সংবেদনশীল এলাকায় এমন হামলা নতুন করে প্রমাণ করে—নিরাপত্তা জোরদার ও কূটনৈতিকভাবে জবাব দেওয়া এখন সময়ের দাবি।
কাশ্মীর হামলা নিয়ে মুখ খুললেন ইমরান হাশমি: “ইসলাম এসব শেখায় না”
বিনোদন ডেস্ক
কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলার পর ভারতজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ২২ এপ্রিলের ওই হামলায় নিহত হন ২৬ জন নিরীহ পর্যটক, আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত কূটনৈতিকভাবে একাধিক দেশের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। পাল্টা পদক্ষেপ নিতে ব্যস্ত পাকিস্তানও।
এমন উত্তপ্ত পরিস্থিতিতে বলিউড তারকারাও নিজেদের ক্ষোভ প্রকাশ করছেন। তাদের মধ্যে অন্যতম অভিনেতা ইমরান হাশমি। সম্প্রতি এক ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই নিন্দনীয় হামলার কঠোর প্রতিবাদ জানান তিনি।
ইমরান বলেন, “আমি আশা করি ভারত সরকার এই কাপুরুষোচিত হামলার উপযুক্ত জবাব দেবে। সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না। একে লালন করে বিকৃত এক মানসিকতা। কারণ, আমাদের ধর্ম ইসলাম তো কখনোই এমন কিছু শেখায় না।”
তিনি আরও বলেন, “অনেকে প্রশ্ন তুলছেন, কেন পর্যটন কেন্দ্রে সেনা মোতায়েন ছিল না? বাস্তবতা হলো, গোটা উপত্যকাকে ঘিরে নিরাপত্তা দেওয়াটা কঠিন একটি কাজ। যদিও আমাদের নিরাপত্তা সংস্থা ও গোয়েন্দা বিভাগ যথেষ্ট দক্ষ, তবুও বৈসরন একটি বিশাল এলাকা। হামলাকারীরা পরিকল্পনা করেই এই হামলা চালিয়েছে। তারা জানতো পহেলগাঁও একটি গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এটা নিছকই কাপুরুষোচিত হামলা।”
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ইমরানের নতুন সিনেমা ‘গ্রাউন্ড জিরো’ কাশ্মীরকে কেন্দ্র করেই নির্মিত। বাস্তবের এই ভয়াবহ ঘটনার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন অভিনেতা নিজেও। তাই তিনি চাইছেন দৃষ্টান্তমূলক জবাব ও প্রতিশোধ।
কাশ্মীরের মতো সংবেদনশীল এলাকায় এমন হামলা নতুন করে প্রমাণ করে—নিরাপত্তা জোরদার ও কূটনৈতিকভাবে জবাব দেওয়া এখন সময়ের দাবি।
আরো পড়ুন
কানাডার সঙ্গে বিনিয়োগ সম্পর্ক জোরদারে প্রধান উপদেষ্টার আহ্বান
রাঙামাটিতে ইউপিডিএফ সন্ত্রাসীদের গুলিতে সেনাসদস্য শহীদ
কোরবানির ঈদে ১০ দিনের ছুটি ঘোষণা
এনআইডি ডাটাবেজে রোহিঙ্গা ও বিদেশিদের ঢুকতে দেবে না ইসি
বন্ধ হলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সব সরকারি অনুদান
কাশ্মীরে স্কুল ভবনে অজ্ঞাত বিমান বিধ্বস্ত
ইসলামাবাদ ও পাঞ্জাবে বন্ধ করা হলো স্কুল-কলেজ
রাশিয়ান জ্বালানি নির্ভরতা কমানোর পরিকল্পনা ইইউ-র
জাতীয় দলের ক্যাম্পে অনুশীলনে যোগ দিলেন কোচ সিমন্স
তাসকিনের মাঠে ফেরার সম্ভাব্য সময় জানাল বিসিবি
বৃষ্টির ছোবলে হায়দরাবাদের প্লে-অফ স্বপ্নভঙ্গ
বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড