Ridge Bangla

প্রেসিডেন্ট হিসেবে তিনবার দায়িত্ব পালন করেছেন দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এরই মধ্যে তিনবার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) মিশিগান অঙ্গরাজ্যে অনুষ্ঠিত এক সমাবেশে, প্রেসিডেন্ট হিসেবে তাঁর কথিত “তৃতীয় মেয়াদ” পূর্তি উপলক্ষে এ বক্তব্য দেন তিনি।

ট্রাম্প বলেন, “আপনারা যদি ধরেন, আমরা আসলে এরই মধ্যে তিনবার দায়িত্ব পালন করেছি। মনে রাখবেন, আমি কিন্তু জয় পছন্দ করি। আমি সেই তিনটি জয়ই পছন্দ করি, যা আমরা নিঃসন্দেহে পেয়েছিলাম। তবে, শুধু মাঝের মেয়াদের ফলাফলটা আমি পছন্দ করি না।”

তিনি আরও দাবি করেন, ২০২০ সালের নির্বাচনেও তিনি জয়ী হয়েছিলেন, যদিও সেসময়ে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের কাছে তিনি পরাজিত হন। ট্রাম্পের এই দাবিকে আগেও বারবার মিথ্যা বলে প্রমাণ করেছে বিভিন্ন তদন্ত এবং সংবাদমাধ্যম, যার মধ্যে সিএনএন অন্যতম।

মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, একজন ব্যক্তি সর্বোচ্চ দুইবারই প্রেসিডেন্ট পদে নির্বাচিত হতে পারেন। তবে গত মার্চে ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেন, “আবার প্রেসিডেন্ট হওয়ার কিছু উপায় আছে।”

মিশিগানে দেওয়া বক্তৃতার শুরুতে তিনি বলেন, “আমি মিশিগানে দুইবার জিতেছি।” কিন্তু পরে দাবি করেন, “আসলে আমরা তিনবার জিতেছি।” বাস্তবতা হলো, ট্রাম্প মিশিগানে ২০১৬ ও ২০২4 সালের রিপাবলিকান প্রাইমারিতে জয় পেয়েছেন, কিন্তু ২০২০ সালের সাধারণ নির্বাচনে জো বাইডেনের কাছে প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে হেরেছিলেন।

আরো পড়ুন